Thursday, March 29, 2012
গল্প- সৎ , জ্ঞানী আর রাজনীতিবিদ
স্বাধীনতার পরের কথা। এক দেশপ্রেমিক ভালো মানুষের স্বপ্নে দেখা দিলেন এক দরবেশ। দরবেশ তাঁকে বললেন, ‘যুদ্ধ করে নতুন দেশ পেয়েছ। বলো, দেশের জন্য তুমি কী চাও? যা চাইবে তা পাবে।’ ভালো মানুষ তো ভালোই মানুষ। এক পলক ভেবে তিনি বললেন, ‘হে দয়াল দরবেশ, আমি চাই যে আমার দেশের সব মানুষ সৎ হবে, জ্ঞানী হবে আর রাজনীতি করবে।’ কথা শুনে দরবেশের কপালে চিন্তার রেখা ফুটল। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, ‘বড় কঠিন দাবি রে! যাক, আমি বর দিলাম, তোর দেশের মানুষের মধ্যে ওই তিনটি গুণই থাকবে, তবে কেউই একসঙ্গে দুটির বেশি গুণ পাবে না।’ তখন থেকে দেশে সৎ ও জ্ঞানী মানুষের অভাব নেই, অভাব নেই রাজনীতির লোকেরও। কিন্তু মুশকিল হলো, রাজনীতির সৎ মানুষটি জ্ঞানী হন না, সৎ ও জ্ঞানী যিনি তিনি রাজনীতিতে ব্যর্থ হন। আর যিনি রাজনীতিতে সফল তিনি জ্ঞানী হলে সৎ হন না আর সৎ হলে জ্ঞানী থাকেন না।
সংগৃহীত:
রাজনীতিবিদেরা যা পারেন না
প্রথম আলোতে ফারুক ওয়াসিফ এর কলাম
Labels:
কপি(CTRL+c)-পেস্ট(CTRL+V),
গল্প,
রাজনীতি
Location:
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment