হায়রে বাংলাদেশ!! আর কী বা বাকী থাকে, যে দেশে অনিয়মিত হবার জন্য, নিয়মিত ব্যক্তির থেকে বেশী পুরস্কার পাওয়া যায়; সেখানে মানুষেরা কেনই বা নিয়মিত হবে বা হবার চেষ্ঠা করবে। অনেক কিছুর মধ্যে টার একটি ছোট্ট ও দৃশ্যমান সত্য উদাহরণ হল এদেশের মোবাইল ফোন অপারেটর গুলো। যে ব্যবহারকারীরা নিয়মিত ফোন ব্যবহার করে সংযোগ ও য়ন্ত্রসামগ্রীর সুষ্ঠ ব্যবহার করছে, অপারেটর গুলো তাদের জন্য তেমন কোন সুযোগ সুবিধার কথা ন ভেবে নিত্যনতুন উপহার ঢালী সাজিয়ে বরনের অপেক্ষায় অাছে গুটিকয়েক অনিয়মিত ব্যবহারকারীর।
এ গল্পের সারমর্ম থাকে অমার মত অজ্ঞ ও সরল মানুষেরা বেশি কিছু শিখবেনা, শিখবে একটি ছোট্ট কথা। পৃথিবীতে কোন কাজে নিয়মিত হয়ে লাভ নেই, অনিয়মিত হলেই নিত্যনতুন সম্ভাবনা।
যথারিতী জাগ্রত তরুন সম্প্রদায় সেটি বুঝতে পেরে অনিয়মিত হবারই চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আমি জানি অপারেটরাও কোন একদিন তাদের ব্যবসায় ব্যবস্থানা বিদ্যা ভুল প্রমানিত হলে বুঝবে, আসল লক্ষী কারা।
দেশের প্রতি একটা অনুরোধ করব, অনুগ্রহ করে আইন করে হলেও অনিযমিত ব্যক্তিকে পুরস্কার প্রদানের বিজ্ঞাপন গুলো অন্তত রোধ করুন। ভালো কাজের জন্য পুরস্কার না দিলেও, নিদেনপক্ষে খারাপ কাজের জন্য অন্তত না দেওয়ায় উত্তম।